শীতের মেয়ে – বিল্লাল মাহমুদ মানিক

 

শীতের মেয়ে আসলে তুমি
হিমেল হাওয়া নিয়ে,
তোমার ভয়ে লুকায় সবে
লেপ-কাঁথা গায় দিয়ে।

শীতের মেয়ে তোমার ছোঁয়ায়
রবিশস্য ফলে,
রঙবেরঙের ফুলে ফুলে
অলি-ভ্রমর চলে।

শীতের মেয়ে আসলে তুমি
সূর্য হারায় আলো,
হলুদ গাঁদা গন্ধ ছড়ায়
যা লাগে খুব ভালো।

শীতের মেয়ে দেখলে তোমায়
গাছের পাতা ঝরে,
সর্ষে ক্ষেতে মৌমাছিরা
মজার খেলা করে।

শীতের মেয়ে আসলে তুমি
বানায় মা-বোন পিঠা,
শীতেই কেন আসো মেয়ে
কোথায় তোমার ভিটা?