কুয়াশার ঐ সাদা ধোঁয়া একটু ফাঁকায় দেখি, দূরে কোথাও যায় না দেখা কি হলো বা সে কি!
শিশু কিশোর আগুন নিয়ে করে টানাটানি, গায়ের জামা খোঁজে রোজই চোখেও ঝরে পানি।
উঠতে চায় না ভোর বেলাতে কম্বল টেনে আনে, গাঁয়ে এখন শীত পড়েছে বুঝলাম যে তার মানে।