শুটিংয়ে ফেরার অপেক্ষায় শাকিব খান

করোনাভাইরাসের কারণে চার মাসের বেশি সময় ঘরবন্দি দেশের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। এ সময়টায় সিনেমাহলও বন্ধ। তাই রোজার ঈদের মতো কোরবানি ঈদেও এ নায়কের কোনো নতুন ছবি মুক্তি পায়নি। তবে ঈদে টিভি চ্যানেলগুলো ছিল শাকিব খানের দখলেই। অনুষ্ঠানসংশ্লিষ্ট প্রায় প্রত্যেকটি টিভি চ্যানেলই এ নায়কের একাধিক ছবি প্রচার করেছে। দীর্ঘ চার মাসে খুব বেশি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হননি শাকিব খান।

এবার সেই খরা কাটতে যাচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে শুটিং করছেন অনেকেই। শাকিব খানও প্রস্তুতি নিয়েছেন শুটিংয়ে যাওয়ার। অনন্য মামুন পরিচালিত নতুন ছবি ‘নবাব এলএলবি’ দিয়েই ফিরতি যাত্রা শুরু হবে এ নায়কের। প্রাথমিকভাবে ছবির শুটিংয়ের তারিখ ২০ আগস্ট ঠিক করা হলেও সেটি এখনও নিশ্চিত নয় বলেই জানিয়েছেন পরিচালক।

কারণ হিসেবে তিনি বলেছেন, শাকিব খান অনেক বড় তারকা। বলা যায় দেশি সিনেমার বিজ্ঞাপন তিনি। অনেকদিন পর শুটিংয়ে ফিরছেন, সঙ্গে আমি এবং আমার টিমও; তাই ধামাকা নিয়েই আসতে চাই। ১২ আগস্ট একটি মিটিং আছে আমাদের। সেখান থেকেই শুটিংয়ের তারিখ চূড়ান্ত করব।’ এদিকে ছবিতে অভিনয় করার জন্যও প্রস্তুত শাকিব খান।

দীর্ঘদিন পর আবারও ক্যামেরার সামনে দাঁড়ানো প্রসঙ্গে তিনি বলেন, ‘করোনা আমাদের জীবনকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে। ভবিষ্যতে কীভাবে চলতে হবে সেই পথও দেখিয়ে দিচ্ছে। অন্তত গত চার মাসে আমি তাই শিখেছি।

প্রস্তুত হয়েছি নতুনভাবে ফিরে আসার। তারিখ এবং সম্ভাব্য সব বিষয়াদি চূড়ান্ত হলেই নবাব এলএলবির শুটিং শুরু করব। এটুকু বলতে পারি, যা-ই করি না কেন, আমাদের ভক্ত-দর্শকদের নিরাশ করব না।’

এ ছবিতে নায়িকা হিসেবে রয়েছেন মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া। প্রসঙ্গত, এ ছবির শুটিং গত ২৮ মার্চ শুরু করার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটি ২৬ মার্চ থেকে শুরু হয়ে গেলে বাধ্য হয়ে ছবির শুটিংও স্থগিত করতে হয়েছে।
সূত্র- যুগান্তর