শৈলকুপাতে রাস্তায় নারীকে পিটিয়ে আহত

ঝিনাইদহের শৈলকুপায় সানজিদা খাতুন (৩০) নামের এক নারীকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। ঘটনাটি গত রবিবার বিকাল ৩টার দিকে উপজেলা ৫নং কাঁচেরকোল ইউনিয়নের কাঁচেরকোল ভোট কেন্দ্রের দক্ষিণ দিকের রাস্তায়। উপজেলার উপ-নির্বাচনে ভোট দিতে আসার সময় তাকে পিটিয়ে আহত করা হয় ও তার কাছ থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন আহত নারীর পরিবার। ঘটনার পর স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত নারীর পিতা মো: ওমর আলী জানান, তিনি গত শনিবার জামাই বাড়ি বেড়াতে আসেন। তার জামাই ও পরিবারের সদস্যরা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। মেয়ে সানজিদা বিকাল ৩টার দিকে ভোট দিতে আসার সময় একই গ্রামের বিভিন্ন অপকর্মের সাথে জড়িত মনিরুজ্জামান মনির, তার পিতা আকবর ও নানা ডাবলু শেখ তাকে পিটিয়ে গুরুতর আহত করে তার কানের দুল, হাতের চুরি ছিনিয়ে নেয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। শৈলকুপা থানার সেকেন্ড অফিসার মোঃ আমিরুজ্জামান বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করতে কচুয়া তদন্ত কেন্দ্রের টু আই সি কে দিয়েছি সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।