শৈলকুপায় আ’লীগের দু গ্রুফের সংঘর্ষে পুলিশসহ আহত ২০, গুলি বর্ষণ

ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামীলীগের দু গ্রুপের সংঘর্ষে ৮টি বাড়িঘর ভাংচুর ও পুলিশসহ ২০ জন আহত হয়েছে। জানা যায়,উপজেলার হাকিমপুর ইউনিয়নের সাধুহাটি গ্রামে রবিবার সকাল ১১ টার সময় এ ঘটনা ঘটে। আসন্ন ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর পরই এলাকায় উত্তেজনা বাড়তে থাকে। বর্তমান চেয়ারম্যান কামরুজ্জামান জিকু ও সা”চু মাষ্টারের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩ রাউন্ড গুলি ছোড়ে। সংঘর্ষে ৩ পুলিশ সদস্যসহ উভয় পক্ষের ১৫ জন আহত হয়। আহতরা হলেন উপজেলার বিপ্রবকদিয়ার সারজিনা, মেহেদী হাসান, আয়ুব মোল্লা আঃ রহিম,নবিরুল ইসলাম, গোলাম কুদ্দুস,লিটন হোসেন , নবাব আলী রাসেল হোসেন রফিকুল ইসলাম , আঃ আজিজ, হাফিজুর রহমানসহ অনেকে এছাড়াও এসআই শিহাবুল ইসলাম, খাদেমুল ইসলাম ও ইকবাল হোসেন আহত হয়। আহতদের শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে এর মধ্যে আযুব মোল্লা, আব্দুর রহিম লিটন শিকদারকে আশংকাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজে রেফার করা হয়েছে।
এব্যাপারে শৈলকুপা থানা ওসি রফিকুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩ রাউন্ড গুলি ছোড়া হয়।বর্তমান পরিস্থিতি শান্ত আছে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।