শৈলকুপায় মাছের পোনা অবমুক্তকরণ

ঝিনাইদহের শৈলকুপায় সরকারী রাজস্ব খাতের আওতায় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার ১১ টায় মৎস অফিসের উদ্যেগে উপজেলার সরকারী জলাশয়ে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলা,থানা,আশ্রয়ন প্রকল্প ও বাওড় সহ ১৫ টি জলাশয়ে রুই,কাতলা,মৃগেল সহ ৫ প্রজাতির মোট ৭৫৫ কেজি মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেফালী বেগম,উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজা,উপজেলা মৎস কর্মকর্তা শরিফুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু,সারুটিয়া ইউনিয়নের চেয়াম্যান মাহমুদুল হাসান।
উপজেলা মৎস কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন,আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে সরকারীভাবে মাছ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে যথাযত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আশা করি এ উদ্যেগের ফলে মানুষের দৈনন্দিন আমিষের চাহিদা পুরণ হবে।