শৈলকুপায় মোটরসাইকেল মহড়ায় নির্মমভাবে নিহত হলো এক শিশু

মোটরসাইকেল মহড়া নির্মম আর নিষ্ঠুরভাবে প্রাণ কেড়ে নিয়েছে এক শিশুর। বেপরোয়া মোটরসাইকেলের নীচে পড়ে শিশুটির মুখ-মাথা থেতলিয়ে ক্ষত-বিক্ষত হয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু ঘটে। স্থানীয়রা দ্রুত রাস্তা থেকে তুলে শিশুটিকে প্রথমে নাগিরহাট পরে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে ডাক্তার মৃত ঘোষণা করেন। এ ঘটনা ঝিনাইদহের শৈলকুপার লক্ষীপুর গ্রামের।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার একটু আগে চর লক্ষীপুর গ্রামের নজির হোসেন ২০টির বেশী মোটর সাইকেল নিয়ে রাস্তায় মহড়ায় বের হয়। মহড়ার পেছনের দিকের মোটর সাইকেল বহর রাস্তায় শিশুটিকে চাপা দিয়ে দ্রুত সরে পড়ে।
গ্রামের বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী লিয়াকত জানান, নজিরের মোটরসাইকেল বহরের নীচে চাপা পড়ে শিশুটি। তারা দ্রুত সাইকেল ও লোকজন কে থামাতে বললে আরো গতিতে চালিয়ে সটকে পড়ে স্থানীয়রা জানায়, নজির আগামীতে ইউপি সদস্য পদে লড়বে, তাই এলাকায় গনসংযোগ করছে বহর নিয়ে । নিহত শিশুর নাম আরাফাত(৫)। সে চর লক্ষীপুর গ্রামের চান্নু হোসেনের একমাত্র ছেলে ।
পারিবারিক সূত্রে জানা যায়, শিশু আরাফাতকে আহত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনদের খবর দেয় এলাকাবাসী। পরে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম শিশু মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, এই ঘটনার পর ঘাতক মোটরসাইকেল চালক পলাতক রয়েছে। তদন্তে নেমেছে পুলিশ ।