শৈলকূপায় বিদ্রোহী প্রার্থী হওয়ায় আ.লীগের ১২ নেতাকর্মীকে বহিষ্কার

ঝিনাইদহের শৈলকূপায় ৫ম ধাপে ১২টি ইউপি নির্বাচনে অংশ নেওয়ায় ১২ জন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে শৈলকূপা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মতিয়ার রহমান ও যুগ্ম আহ্বায়ক সরোয়ার জাহান বাদশা স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
বহিষ্কৃতরা হলেন ত্রিবেনী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম খান, মির্জাপুর ইউনিয়নে আওয়ামী লীগের সদস্য শহিদুল ইসলাম টুলু, দিগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মাক্তারুজ্জামান মুক্ত, কাঁচেরকোল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আমিরুল ইসলাম বাবলু জোয়ার্দ্দার, সারুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জুলফিককার কায়সার টিপু, আবাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন, আবাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আমজাদ হোসেন মোল্লা, আবাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান রিপন, উমেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল্লাহ শেখ, দুধসর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টিএ রাজু, দুধসর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বিএম শফি এবং ফুলহরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন।
৫ম ধাপে আগামী ৫ জানুয়ারী উপজেলার ১২ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে ৯টি ব্যালটে ও ৩টি ইউপিতে ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইভিএম পদ্ধতির মধ্যে হাকিমপুর ও ধলহরাচন্দ্র ২টি এবং বগুড়া ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
উপজেলা নির্বাচন অফিসের দেওয়া তথ্য মতে, এ নির্বাচনে পুরুষ ভোট ১ লাখ ১৬ আর নারী ভো ১ লাখ ১৫ হাজার ৭৭১ জনসহ মোট ২লাখ ৩২ হাজার ৬৮জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।