শোকে কাতর – সৈয়দুল ইসলাম

বাংলা মায়ের সোনার ছেলে
টুঙ্গিপাড়ায় বাস,
সোনার বাংলা গড়ার স্বপ্ন
হৃদে করেন চাষ।

চালাকচতুর জ্ঞানী গুণী
দেয় নাড়া দেয় প্রাণে,
জীবন বাজি রাখেন তিনি
দেশমাতৃকার টানে।

দেশ ও জাতির মুক্তিকামী
স্বাধীনচেতা বীর,
বাংলার বুকে চেয়েছিলেন
গড়তে সোনার নীড়।

পূর্ণ হতে দেয়নি আশা
শত্রুসেনার দল,
হত্যা করে জাতির বিবেক
ভাঙ্গে মনোবল।

বাঙালি আজ শোকে কাতর
কালো ছায়ার দিন,
কোটি প্রাণে আছেন মুজিব
কর্মে অমলিন।