শ্রাবণ মানেই – নাসরীন জামান

 

শ্রাবণ মানেই বৃষ্টি নূপুর
ইলিশ দুপুর রান্না
শ্রাবণ মানেই খাল-পুকুরে
কোলা ব্যাঙের কান্না।

শ্রাবণ মানেই কাদায় পিছল
গাঁও-গেরামের গল্প
শ্রাবণ মানেই আকাশ জুড়েই
মেঘের ধমক অল্প।

শ্রাবণ মানেই মনের টানেই
মেঘময়ূরীর নৃত্য
শ্রাবণ মানেই রবির গানেই
ভরায় যে কেউ চিত্ত।

শ্রাবণ মানেই যখন তখন
ঝমঝমাঝম বৃষ্টি
শ্রাবণ মানেই জলপরীদের
নৃত্যকলার সৃষ্টি।

শ্রাবণ মানেই ভাবুক কবির
কাব্য ভরা ছন্দ
শ্রাবণ মানেই মন হারানোর
গল্প ভালো মন্দ।