শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকার তালিকা প্রকাশ করেছে মেহেরপুরে প্রাথমিক শিক্ষা অফিস

মেহেরপুর সদর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক /শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলে রহমান এ তালিকা প্রকাশ করেন। এতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক(পুরুষ) সদর উপজেলার গৌভীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আরেফিন, শ্রেষ্ঠ প্রধান (মহিলা) গাড়াডোব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোরিফা নাজমিনা, সহকারি শিক্ষক( পুরুষ) কথুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক আসিফ আহমেদ, (মহিলা) মেহেরপুর বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক মোবিনা খানম, শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় বুড়িপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ এসএমসি দারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এসএমসি মুস্তাকিম হক খোকন, শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী কাথুলী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান রান, শ্রেষ্ঠ কাব শিক্ষক আনন্দবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব শিক্ষক ফারুক হোসেন ,শ্রেষ্ঠ কর্মচারী মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কম্পিউটার অপারেটর ওমর ফারুক, শ্রেষ্ঠ উপজেলা সহকারী শিক্ষা প্রাথমিক শিক্ষা অফিসার গাংনী উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার এহসানুল হাবিব, শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফিল উদ্দিন, শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলম, শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক এবং ঝরে পড়ার হার উল্লেখযোগ্য হারে কমাতে সক্ষম হয়েছেন এমন ধরনের বিদ্যালয় মুজিবনগর উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ।