
সংযোগ ফাউন্ডেশন এর সহযোগিতায় ঝিনাইদাহ জেলার শৈলকুপা উপজেলার ‘সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী প্রদান করা হয়।
গত বৃহস্পতিবার বিকালে উপজেলার 'আলমডাঙ্গা নূরানী ও হাফেজিয়া মাদ্রাসা'র ১৫০ শিক্ষার্থীর মাঝে এসব সামগ্রী প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সংযোগ ভলেন্টিয়ার্স প্রোগ্রামের ঝিনাইদহ জেলার উপদেষ্টা মন্ডলির সদস্যদের মধ্যে সহকারী অধ্যাপক (অব:) ও সাংবাদিক খুরশিদ মোহাঃ সালেহ, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক ও সহকারী অধ্যাপক মোঃ শাহানুর আলম, ঝিনাইদহ জেলার প্রধান সমন্বয়কারী মুন্সী মোঃ আবু হাসান, সহ সমন্বয়ক খুরশিদ সাকলাইন কাব্য, প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হাফেজ মাওলানা মনিরুজ্জামান মিরাজ, সহকারী প্রিন্সিপাল মোঃ রিয়াদ হাসান, পরিচালনা পরিষদের সদস্য মোঃ রজব আলী প্রমূখ।
বিতরণকালে জেলার প্রধান সমন্বয়কারী মুন্সী মোঃ আবু হাসান বলেন, এ অঞ্চলের ঝরে পড়া অসহায় সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী ও এতিম শিশু কিশোরদের পাশে দাড়ানো আমাদের প্রধান লক্ষ্য এবং তাঁদের বেসিক ধর্মীয় এবং প্রাক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। তিনি সমাজের বিত্তবানদের এসকল কাজে এগিয়ে আসার আহ্বান জানান।