সকলের সহযোগীতা নিয়ে কাজ করতে চাই- মেহেরপুরের নতুন ডিসি

মেহেরপুরের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করে আধুনিক মেহেরপুর উপহার দিতে চাই। সেই সাথে সকল অসঙ্গতি দুর করে সবার সহযোগীতায় এগিয়ে যেতে চাই।

মেহেরপুরে নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। বুধবার মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুরে বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সারা দেশের চেয়ে মেহেরপুরে করোনা পরিস্থিতি মোটামুটি ভালো। তারপরও করোনা পরিস্থিতি মোকাবেলাতে সরকারি সকল নির্দেশনা বাস্তবায়ন করবো।

করোনার প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্থ সকলকে সর্বোচ্চ সহযোগীতা করা হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এছাড়াও আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষে কোরবানির পশুহাট ও সাধারণ মার্কেট গুলোতে যাতে স্বাস্থ্যবিধি নিশ্চত থাকে সেদিকে সর্বোচ্চ নজরদারি থাকবে।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, মাদক, বাল্যবিয়েসহ বিভিন্ন সামাজিক সমস্যা গুলোতে আপনাদের পরামর্শ অনুযায়ি সমাধান করার চেষ্ট করবো। আপনারা সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা রাখেন। আপনাদের সহযোগীতা নিয়ে মেহেরপুর কাজ করতে চাই।

মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রেস কøাবের সভাপতি তোযাম্মেল আযম, সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, মেহেরপুর প্রতিদিন এর সম্পাদক ইয়াদুল মোমিন, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক আলামিন হোসেন, বাসস এর সাংবাদিক দিলরুবা খাতুনসহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মেপ্র/এমএফআর