
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুল ইসলাম মহাজনের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৭ নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে গতকাল বুধবার বিকেলে মেহেরপুর শহরের পুলিশ লাইন পাড়ায় এই স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর বিএনপি’র সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস।
এছাড়াও এসময় বিএনপি নেতা মনিরুল ইসলাম মনি, হাবিব ইকবাল, আব্দুস সাত্তার মুক্তাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।