সত্যিই কি বেঁচে আছি – লতিফা আক্তার লিলি

প্রতিটা দিন এক একটা মৃত্যু দিন
একটা একটা স্বপ্ন হেরে যাচ্ছে
টাকার কাছে—
আর নিস্পাপ মুখটার
অন্তরালে মুখটিপে হাসছে নর্দামার কীট,
ধর্ষিত আর ধর্ষণকারী পাশাপাশি
তবুও ধর্ষিতার চিৎকার শুধু ধর্ষণককারীর কান পর্যন্ত,
আমরা মুখ ও বধির
কিছু শুনি না
বুঝতে চেষ্টা করি না
ন্যায়বিচার আজ কালো চশমা পরা।
আর আমি শুধু হাসি
কারন হাসলে যে হৃদয় ভালো থাকে।
কিন্তু আমিই ভুলে গেছি
নিশ্বাস বন্ধ আজ আমার বিষাক্ত বাতাসে।।