সর্ষে ফুলের হাসি – জুলফিকার আলী

মাঠ ভরেছে হলুদ ফুলে
শীতকাল ভালবাসি,
সকালবেলায় হিম কুয়াশায়
সর্ষে ফুলের হাসি।

মাঠে মাঠে শিশির ছোঁয়ায়
সর্ষে ফুলের রঙে,
শীত প্রকৃতি হেসে ওঠে
আমার সোনার বঙ্গে।

সর্ষে বনে মধু নিতে
মৌমাছি দল ছোটে,
ক্ষেতজুড়ে খুশিতে ওড়ে
দলে দলে জোটে।

ক্ষেতের আলে শীতের কালে
সর্ষের ভুয়ে ভুয়ে,
মাঠের সৌন্দর্য বাড়িয়ে
হৃদয়ে যায় ছুঁয়ে।