সস্তা জীবন – নাসিম আহমেদ

প্রেম করা আর বিয়ে করা সমান কথা নয়
বেকারকালে করলে বিয়ে জীবন হবে ‘গয়’!
পেটের খোরাক,দেহের ক্ষুধা একই সাথে হাঁটে
তাইতো নায়ক হিরোটাও যায়, ‘নিড়ানি’ হাতে মাঠে।

ক’দিন পরে বউয়ের বমি;হাসপাতালে গেলে
সনোগ্রাফি করেই দেখি বউয়ের পেটে ছেলে।
দাদা মশাই হেসে বলে, কী দারুণ ওরে বাব্বা,
ন’মাস পরেই সিজার শেষে ছেলে ডাকে আব্বা!

আদর করতেই ছেলে আমার, মুখে দিল মুতে
নোনতা প্রসাব; থু থু করি ঠান্ডা জলে ধুতে!
ছেলের মাতা লকডাউনে; মন ছুটে যায় দূরে
ছেলের পিতা বলেই, ময়নার মুখখানা যায় ঘুরে!

ময়না আমার কইনা কথা, অন্য খাঁচায় বন্দি
সস্তা জান-এ হয়না পিরীত, নড়বড়ে এক ফন্দি!
এখন আমি যন্ত্রমানব জীবন আমার পণ্য
ঘুরতে যাবো তাও পারিনা; জীবন যেন বন্য।

পিতার যত্ন,মাতার যত্ন,বউ ছেলেটার বায়নায়
মুখ দেখি না টাকা দেখি, বাড়ীর বড় আয়নায়।
কাজ কাজ করে, এখন আমার মাজা ব্যথা গুরু
সস্তা জীবন কাটছে ভালোই; বুকটা দুরু দুরু!