
মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ইএনটি কনসালটেন্ট ডা: আবুল কাশেম সহকারি অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন। ডা: আবুল কাশেম মেহেরপুর সদর উপজেলার গোপালপুর গ্রামের আলী হোসেনের ছেলে।
ডা: আবুল কাশেম ১৯৯৭ সালে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৯৯ সালে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি এবং পরবর্তীতে বরিশাল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেন।
তিনি ৩৩ তম বিসিএস (স্বাস্থ্য) কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। ইএনটি বিষয়ে তিনি উচ্চতর ডিগ্রি এফ সি পি এইচ সম্পন্ন করেছেন দীর্ঘদিন ধরে তিনি মেহেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে ইএনটি স্পেশালিস্ট হিসেবে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন।
তাঁর এ পদোন্নতিতে অভিনন্দন জানিয়েছেন ১৯৯৭ এসএসসি ব্যাচের বন্ধু ও সহকর্মীরা ।


