সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের পক্ষ থেকে মানববন্ধন

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের মুক্তির দাবি জানিয়েছেন চুয়াডাঙ্গার সাংবাদিক ও সুধীসমাজ। রোজিনার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও তাঁকে হেনস্তাকারীদের উপযুক্ত বিচারের দাবি জানানো হয়।

বুধবার দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের পক্ষ হতে চুয়াডাঙ্গা বড়বাজার হাসান চত্বরে মানববন্ধন শেষ করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন ও চুয়াডাঙ্গা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিকবৃন্দ।

অবস্থান ধর্মঘট চলাকালে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, সাংবাদিক সমিতির সভাপতি আজাদ মালিতা, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ বক্তব্য রাখেন। বক্তারা বলেন,সাংবাদিক রোজিনার বিরুদ্ধে করা উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার,নিঃশর্তভাবে তাঁকে মুক্তি ও সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। সেই সাথে কৃতী এই সাংবাদিককে হেনস্তাকারীদের সাময়িক বরখাস্ত এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেপ্তার ও বিচার করতে হবে।