সাবেক মেয়র মতু’র বাড়িতে বোমা হামলা মামলায় তিনজনকে খালাস

মেহেরপুর পৌরসভার সাবেক মেয়র মোত্তাছিম বিল্লাহ মতু’র বাড়িতে বোমা হামলা মামলায় তিনজনকে খালাস দিয়েছে আদালত। রবিবার দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজ রিপতী কুমার বিশ্বাস রায় দেন। খালাস প্রাপ্তরা হলেন, মেহেরপুর পৌর কলেজ পাড়ার মৃত মসলেম উদ্দীন এর ছেলে মৃত পাভেল, বিসি এল এর কেন্দ্র সহ সভাপতি মেহেরপুর জেলা শাখার সিংহাটি গ্রামের নুর-উছ-সাফা প্লাবন ও বামনপাড়ার মৃত রিয়াজউদ্দিন এর ছেলে লিখন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালে মোত্তাছিম বিল্লাহ মতু’র বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুন আহম্মেদ রুপক বাদি হয়ে মেহেরপুর সদর থানায় তিনজনকে আসামী করে মামলা দায়ের করেন। যার নাম্বার- ২৬/১৪, ৫১/১৪, ১৪২/১৪। এই মামলায় আনিত অভিযোগ প্রমানিত না হওয়ায় বিজ্ঞ আদালত তাদের খালাসের আদেশ দেন। মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী শহিদুল হক ও আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. ইয়ারুল ইসলাম।