সুখ – গোলাম মোর্শেদ চন্দন

আমায় যারা সুখি ভাবে, তারা তো কেউ সুখি নয়
এক জীবনে সেইটুকু সুখ যার যতটা অপচয়
তাই তো দেখি ঘরে বাইরে এমন ভুলের অভিনয়।।

ক্ষণিক ভাসি সুখের আশায় ক্ষণিক দুঃখের টানে
সুখ দুঃখ সমান সমান রসিক সেজন জানে।
সেই সুখি জন মিলবে তখন, পেলে নিজের পরিচয়।।

সুখ পাখিটা আপন ঘরে থাকলে অভিমানে
হাওয়ায় হাওয়ায় উড়ে চলে ভাটিতে উজানে।
উজান ভাটি ভাসায় মাটি, নিগূঢ়তা মানতে হয়।।

মেপ্র/আরজেএম