সুখ সাগরে সুখ দেখছে মেহেরপুরের চাষিরা

এম এফ রুপক

ভারত থেকে আমদানি করা পেয়াজের বীজে ব্যাপক লোকসানের পর এবার নিজ জমিতেই পেয়াজ বীজ উৎপাদন করছে মেহেরপুরের চাষীরা। সুখ সাগর নামের এই পেয়াজের বীজ ভারত থেকে আমদানি করা বীজের চাইতে বেশী ফলনশীল বলে দাবি করছে এলাকার কৃষকরা। সুখ সাগর জাতের এই পেয়াজ বীজে মেহেরপুর ও মুজিবনগর এলাকার চাষিদের ঘরে সুখ এনে দিয়েছে। নিজেদের তৈরি বীজের ভালো ফলনে বেশ খুশি এলাকার চাষিরা। উচ্চ ফলনশীল এই জাতের বীজে আশার আলো দেখছে তারা। চাষিদের দাবি এই জাতের পেয়াজ বীজে ফলন হয় বিঘা প্রতি ১৩০-১৭০ মন। মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর, টেংরামারী, মুজিবনগর উপজেলার শিবপুর, বিশ^নাথপুর, ভবেরপাড়াসহ বেশ কয়েকটি গ্রামের মাঠ জুড়ে দেখা যাচ্ছে শুধুই সুখ সাগর পেয়াজ বীজের ক্ষেত।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে মেহেরপুর সদর ও মুজিবনগর মিলে প্রায় ২শ বিঘা জমিতে সুখ সাগর জাতের পেয়াজ বীজ উৎপাদন করা হচ্ছে।
১৫ হাজার টাকা কেজি দরে ভারতয় বীজ কিনে লোকসানের মুখে পড়া চাষি সবুর আলী জানান, এবার নিজেই সুখ সাগর পেয়াজ বীজ উৎপাদন করছি ১০ কাটা জমিতে। রোগবালাই কম থাকাই ফলন হয়েছে আশানুরুপ। আরেক চাষি মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের নুর হক মন্ডল জানান, নিজের উৎপাদন করা বীজ দিয়ে চাষ করার পাশাপাশি বাজারে বিক্রিও করতে পারবো। উচ্চ ফলনশীল ও নির্ভর যোগ্য বীজ হওয়ায় ইতিমধ্যে চাষিদের কাছ থেকে আগাম বীজের অর্ডার দিয়েছে মেহেরপুরের পেয়াজ চাষিরা। জুলহাস মন্ডল তেমনি একজন। তিনি জানান, লাভের আশায় ভারতীয় সুখ সাগর জাত কিনে এ বছর প্রতারিত হয়েছি। তাই নিজ এলাকার বীজ উৎপাদনকারি চাষিদের কাছে আগাম অর্ডার দিয়েছি। আশা করছি এই বীজে ভালো ফলন পাবো।

একদিকে যেমন আমদানি খরচ কমবে, অন্যদিকে ভালো মানের বীজ এলাকায় থেকে পাওয়া যাবে। এমন মন্তব্য করে মুজিবনগর উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামান খান বলেন, এই এলাকার চাষিরা এই প্রথম উচ্চ ফলনশীল জাতের পেয়াজ বীজ উৎপাদন করছে। এই বীজের মানও ভালো হবে বলে আশা করা হচ্ছে। এতে চাষিদের উৎপাদন খরচ অনেকাংশে কমে যাবে।

মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার খাঁ জানান, সারা দেশে যদি এই দেশীয় ভাবে উৎপাদিত বীজ ছড়িয়ে দেওয়া যায় তাহলে চাষিরা আরও বেশি লাভবান হবেন। বীজ উৎপাদনে একদিকে যেমন বিক্রি কার যাবে অন্য দিকে নিজেরাও চাষ করতে পারবে। মেহেরপুরে সল্প পরিসরে বীজ উৎপাদন করছে চাষিরা। পরবর্তিতে ব্যাপক পরিসরে উচ্চ ফলনশীল জাতের সুখ সাগর পেয়াজ বীজ উৎপাদনের জন্য চাষিদে