সুপার হিরো বাবা, তোমাকে ভালোবাসি: মুশফিক

সব সন্তানের প্রতিই বাবার আদর, স্নেহ, মায়া ও ভালোবাসা অবিরাম থাকে। জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমের প্রতি তার বাবার আশীর্বাদ যেন একটু বেশিই। ছেলে খেলতে গেলে গ্যালারিতে বসে থেকে তাকে অনুপ্রেরণা জোগান বাবা শাহরোজ রহিম।

বাবার প্রতিও মুশফিকের অকৃত্রিম ভালোবাসা। যেটির প্রকাশ পেয়েছে নানান সময়ে।

রোববার ছিল বিশ্ব বাবা দিবস। বিশেষ এই দিনে বিশ্বের সব বাবার প্রতি ভালোবাসা জানান সন্তানরা। এমন দিনে বাবাকে বিশেষভাবে স্মরণ করলেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক।

নিজের ফেসবুক পেজে আবেগী পোস্টে মুশফিক লিখেছেন— ‘মিরপুর, গ্যাবা কিংবা লর্ডস, আমার সুপার হিরো বাবা আমাকে এবং বাংলাদেশকে সাপোর্ট করতে সর্বদা মাঠে উপস্থিত থাকেন। তার আশীর্বাদ আমাকে ভালো করতে সর্বদা অনুপ্রাণিত করে। আব্বু তোমাকে ভালোবাসি। বিশ্বের সব বাবাকে, বাবা দিবসের শুভেচ্ছা জানাই।’

মেহেদী হাসান মিরাজ লিখেছেন— ‘যে ব্যক্তি একজন দয়ালু এবং ভালো পিতা, তিনি আমাদের জন্য আশীর্বাদ। আল্লাহতায়ালার কাছে বেঁচে থাকা এবং মারা যাওয়া সব পিতার জন্য দোয়া কামনা করছি।’

বাবা দিবসে অন্য ক্রিকেটাররাও সশ্রদ্ধে বাবাকে স্মরণ করেছেন। বাবার সঙ্গে ছবি ফেসবুকে শেয়ার করে পেসার তাসকিন আহমেদ লিখেছেন— ‘বাবা দিবসের শুভেচ্ছা।’

আরেক ড্যাশিং ব্যাটসম্যান সাব্বির রহমান লিখেছেন— সব বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। বাবা দিবসের শুভেচ্ছা সব বাবাদের।

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালও এই দিনে বাবাকে ভোলেননি। নিজের বাবার সঙ্গে একটি এবং নিজের সন্তানদের একটি ছবি পোস্ট করে লিখেছেন— ‘হে আমাদের পালনকর্তা! তাদের উভয়ের প্রতি রহম করুন, যেমনিভাবে তারা আমাদের শৈশবকালে লালন-পালন করেছেন। পৃথিবীর সব বাবার প্রতি রইল শুভেচ্ছা!’