সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে পুঁজিবাজারে লেনদেন

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলছে।

ডিএসই ও সিএসই সূত্রে রোববার এসব তথ্য জানা গেছে।

এদিন বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত লেনদেনে ডিএসইএক্স সূচক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৭ হাজার ২৬৬ পয়েন্টে। এ ছাড়া ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৫৮৩ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২৬৭৬ পয়েন্টে।

এ পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২১১টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ১০৯টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৫৩টির।

অপরদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৫২ পয়েন্ট বেড়ে ২১ হাজার ১৯৮ পয়েন্টে অবস্থান করছে।