সোনার বাংলা – ওবায়দুল মুন্সী

গাছে-গাছে সকাল-সন্ধ্যা
ডাকে হরেক পাখি
ভালোবাসি সোনার বাংলা
দেখে জুড়ায় আঁখি

নদী-বিলে শাপলা মাছের
দেখে জলের খেলা
গানে-সুরে বাউল মনের
কাটে নিত্য বেলা

দেখি নাতো আমার দেশের
মতো অন্যদেশে
দিতে পারে জীবন কারোর
কভু এমন হেসে

এদেশে যে জনম আমার
জানি মরণ হবে
সুখেদুখে বুকের ভেতর
তবু আপন রবে।

মেপ্র/আরজেএম