কূল ভেঙে নয়, ভুল ভেঙে যাক মন ভেঙে নয়, হৃদয়ে হৃদয় মানবপ্রীতির বাঁধ ভেঙে যাক। আলো সেতো নয়, আঁধার কাটুক ভোরের আলোয় সব মানুষের হিংসা বিভেদ দ্বন্দ্ব কাটুক। নীল রঙে নয়, সবুজে ভরুক পৃথিবীর সব মজলুম জাতি এক হয়ে আজ স্বপ্ন দেখুক।