স্বেচ্ছাসেবী সংগঠন পরিবর্তনের মেহেরপুর এর উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত

“প্রতিহিংসা দূরে রাখি ভালোবাসার সমাজ গড়ি” “সুস্থ শরীর সুস্থ মন” এই শ্লোগানকে সামনে রেখে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন পরিবর্তনের মেহেরপুর এর আয়োজনে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি নীলকুটি থেকে ম্যারাথন শুরু হয়ে ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধ গিয়ে শেষ হয়। এই মিনি ম্যারাথনে বিভিন্ন জেলার ১২৫ জন অংশগ্রহণ করে।

আমঝুপি নীলকুঠি হতে বাইপাস সড়ক হয়ে প্রায় ২১ কিঃমিঃ পাড়ি দিয়ে ৮০ জন মুজিবনগর স্মৃতিসৌধের গন্তব্যে পৌঁছান। ম্যারাথনে প্রথম হন ঝিনাইদহ জেলার শাকিল আহমেদ, দ্বিতীয় মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামের লিটন হোসেন, তৃতীয় হয়েছেন গাংনী উপজেলার কাজিপুর গ্রামের আবু সাঈদ।

ম্যারাথন শেষে মুজিবনগর স্মৃতিসৌধ প্রাঙ্গণে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার এবং মুজিবনগর থানার ইনচার্জ মেহেদি রাসেল। এসময় উপস্থিত ছিলেন পরিবর্তনের মেহেরপুরের আহ্বায়ক শাহাবুদ্দিন শেখ, আসিফ আজিম লিটন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন আমঝুপি শিশু-কিশোর সংগঠনের প্রধান উপদেষ্টা আসাদুজ্জামান লিটন।