হরিণাকুণ্ডুতে কাউন্সিলর প্রার্থী নাসির উদ্দীনের অফিস ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

আগামী ৩০ জানুয়ারি ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌরসভা নির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে গত বুধবার রাতে উপজেলার ২নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দীনের বাসভবন সংলগ্ন নির্বাচনী অফিস ভাঙচুর ও বাড়িতে হামলার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকালে তার বাসার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নাসির উদ্দীন গতবারের নির্বাচিত একজন জনপ্রিয় কাউন্সিলর এবং হরিণাকুণ্ডু পৌর আওয়ামী লীগের সদস্য। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা এই হামলা চালিয়েছে।

কাউন্সিলর নাসির উদ্দীন বলেন আমার বাসায় স্বতন্ত্র মেয়র প্রার্থী সাইফুল ইসলাম টিপু মল্লিক ভোট চেতে আসছিলেন এই খবর পেয়ে আওয়ামী লীগ প্রার্থী ফারুক হোসেনের ভাড়া করা গুন্ডা বাহিনী দিয়ে আমার নির্বাচনী অফিস ভাঙচুর করে এবং আমার বাড়িতে ইট পাটকেল মারে।

এ ব্যাপারে স্বতন্ত্র মেয়র প্রার্থী সাইফুল ইসলাম টিপু মল্লিক বলেন, আমি রাতে আমার নির্বাচনী প্রচারণা শেষ করে বাড়িতে ফিরছিলাম এসময় আমার বাড়ির সামনে নৌকা প্রতিকের প্রার্থী ফারুক হোসেন ও তার বহিরাগত গুন্ডা বাহিনী আমাকে উদ্দেশ্য করে হামলা করলে আমি আত্মরক্ষার্থে বাড়ির ভিতরে অবস্থান নিই। এ সময় আমার বাড়িতে ইট পাটকেল ছুঁড়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

এ ঘটনায় হরিণাকুণ্ডু থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও কাউন্সিলর নাসির উদ্দীন জানিয়েছেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এই ভাঙচুরের ঘটনার সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবী জানান।

কাউন্সিলর নাসির উদ্দীনের অফিস ভাঙচুর ও স্বতন্ত্র মেয়র প্রার্থীর বাসায় ইটপাটকেল নিক্ষেপ সম্পর্কে জানতে চাইলে নৌকা প্রতিকের মেয়র প্রার্থী ফারুক হোসেন বলেন এ বিষয়ে আমি কিছুই জানিনা।