হরিণাকুণ্ডুতে কৃষি সম্পসারণ বিভাগের উদ্যোগে মাঠদিবস পালন

হরিণাকুণ্ডু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত ‘সমন্বিত বালাই ব্যবস্থাপনা কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন’ প্রকল্পের আওতায় আইপিএম কৃষক মাঠ স্কুলের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণের মূল্যায়ন ও নিরাপদ ফসল উৎপাদনের উপর এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

সোমবার বিকাল ৪টার দিকে ভাতুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে গুড়পাড়া ভাতুড়িয়া গ্রামের কৃষকদের নিয়ে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আইপিএম কৃষক মাঠ স্কুলের সাহায্য কীটনাশক ব্যতিরেকে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে সমন্বিত উপায়ে সকল প্রকার ফসল উৎপাদন করা ও বালাই ব্যবস্থাপনা বিষয়ক কলা কৌশল উপস্থাপন করাই ছিল এই আইপিএম কৃষক মাঠ স্কুলের মূল উদ্দেশ্য।

বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্পসারন বিভাগের সহকারী কর্মকর্তা মাহবুবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক শাহানুর আলম, সহকারী শিক্ষক আব্দুল মমিন, সাবেক বিডিআর সদস্য রমজান আলী, কৃষক বকুল হোসেন প্রমূখ। সভাটি পরিচালনা করেন ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকতা মশিউর রহমান।