হরিণাকুণ্ডুতে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে মতবিনিমিয় সভা

সারা দেশের ন্যায় ঝিনাইদহের হরিণাকুণ্ডু ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ—২০২১ শুরু হয়েছে।
এ দিবসের প্রতিপাদ্য “বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে হরিণাকুণ্ডুর প্রান্তিক মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে এক মতবিনিময় ও প্রামাণ্যচিত্র প্রদর্শণী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ মতবিনিময় সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শণী অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা, উপজেলা মৎস্য কর্মকর্তা মেজবাহুল জান্নাত, উপজেলা প্রকল্প কর্মকর্তা জামাল হুসাইন প্রেসক্লাব সভাপতি সাইফুজ্জামনসহ উপজেলার ইলেকট্্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা মেজবাহুল জান্নাত ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত উপজেলা ভিত্তিক জাতীয় মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচী ও মাছের পোনা অবমুক্ত করণের সূচী চিত্র প্রদর্শণী তুলে ধরেণ।