হরিণাকুণ্ডুতে জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে ৫ম জাতীয় অলিম্পিয়াড প্রতিযোগীতা-২০২০ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় জীব বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, গনিত ও আইসিটি বিষয়ের উপর প্রতি বিষয় ২০ নম্বর করে মোট ১০০ নম্বরের পরীক্ষায় সিনিয়র পর্যায়ে সরকারী লালনশাহ্ কলেজ, সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজ, জোড়াদাহ কলেজ,

মানদিয়া আইডিয়াল কলেজ, হাজী আরশাদ আলী ডিগ্রি কলেজ এবং জুনিয়ার পর্যায়ে শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয়, সরকারী বালিকা বিদ্যালয়, প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, পাইলট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ, আন্দুলীয়া মাধ্যমিক বিদ্যালয় ও জোড়াদাহ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা প্রতিযোগীতার সময় কক্ষ পরিদর্শন করেন এবং প্রতিযোগীতা শেষে পরীক্ষার খাতা মূল্যায়ন ও মনিটরিং করেন।

এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল হোসেন, সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান, যুবউন্নয়ন কর্মকর্তা বিল্লাল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলের সহকারী প্রকৌশলী আল আমীন প্রমুখ।