ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ১৩ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ট্রাই সাইকেল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলা পরিষদের সামনে উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১৩ জন প্রতিবন্ধীর মাঝে ১২ টি হুইল চেয়ার ও ১টি ট্রাই সাইকেল বিতরণ করা হয়।
বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের অর্থায়ন ও উপজেলা প্রশাসনের আয়োজনে এই হুইল চেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকু-ু উপজেলার নির্বাহী অফিসার বি.এম.তারিক-উজ-জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকু-ু উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শিউলি রাণী ও ঝিনাইদহ জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তরিকুল ইসলাম।
এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা ও উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও উপকারভোগী ও তাদের অভিভাবকরা। হুইল চেয়ার পেয়ে প্রতিবন্ধীরা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেণ।