হরিণাকুণ্ডুতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবি- ২০২০/২১ মৌসুমে প্রান্তিক কৃষকদের মাঝে ভুট্টা, বোরো ধান, গম, সরিষা, পেঁয়াজ বীজ এবং ডিএপি ও এমওপি সার প্রণোদনা কর্মসূচির আওতায় বিতরণ করা হয়।

গতকাল মঙ্গলবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা’র সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা হাফিজ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম শিলু, ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল হোসেন।

উদ্বোধনী কর্মসূচিতে উপজেলার ২৪০০ প্রান্তিক কৃষকদের মধ্যে ২০০ কৃষককে এই বীজ ও সার প্রদান করা হয় । পর্যায়ক্রমে বাকি ২২০০ প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন প্রকার বীজ সহ ডিএপি ও এমওপি সার বিতরণ করা হবে বলে উপজেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন ।