ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বেসরকারি শিক্ষা ব্যবস্থায় বৈষম্য ও প্রতিকার শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় হরিণাকুণ্ডুস্থ জেলা পরিষদ মিলনায়তনে উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে বেসরকারি শিক্ষা ব্যবস্থায় বৈষম্য ও প্রতিকার শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
হরিণাকুণ্ডু উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এবং উপজেলা বিএনপি'র সভাপতি আবুল হাসান মাস্টারের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, মাসুদুল হক টিটোর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাডঃ এম.এ মজিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপি'র সভাপতি জিন্নাতুল হক খাঁন, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক আনিচুর রহমান, উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি প্রভাষক আনিচুর রহমান, উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এবং উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য কামরুজ্জামান লিজি, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক কামাল উদ্দিন, জেলা শিক্ষক সমিতির আহবায়ক আশরাফুল ইসলাম প্রমূখ। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।