হরিণাকুণ্ডুতে লাটাহাম্বারের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে তিনদিন না পেরুতেই আবার ইটভাটার ইট বোঝাই লাটাহাম্বারের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার তাহেরহুদা ইউনিয়নের নারায়নকান্দী গ্রামে বালু ব্যবসায়ী আক্তারের বাড়ীর সামনের রাস্তায়।

মোটরসাইকেল চালক খলিলুর রহমান (৫০) পৌরসভার ৪নং ওয়ার্ড চিথলীয়াপাড়ার মৃত দেলশাদ লষ্করের ছেলে। সে পৌরসভার নৈশপ্রহরী হিসাবে কর্মরত ছিলেন।

মৃত খলিলের সাথে থাকা আহত পৌর কর্মচারী হাবিবুর রহমামান জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে পৌরসভার নৈশপ্রহরী খলিলুর রহমান মটরসাইকেলের কাগজপত্র আনার জন্য আলমডাঙ্গা শো-রুমে যাওয়ার পথে নারায়নকান্দী গ্রামের আক্তারের বাড়ীর সামনে পৌছালে বিপরীত দিক থেকে ইটবোঝাই ঘাষবিলা গ্রামের ভিভিবি ভাটার লাটাহাম্বার তাদের অন্যায় ভাবে ধাক্কাদিলে তারা আহত হয় ।

স্থানীয়রা তাদের উদ্ধার করে হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে খলিলুর রহমানের আবস্থার অবনতী হলে কর্তব্যরত ডাক্তার তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করে কুষ্টিয়া যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা জানান, উপজেলার নারায়নকান্দী বাজারের নিকটবর্তী স্থানে লাটাহাম্বা ও মোটরসাইকেল দূর্ঘটনায় পৌরসভার নৈশপ্রহরী খলিলুর রহমান আহত হয়, পরে কুষ্টিয়া নেওয়ার পথে তার মৃত্যু হয়। রিপোর্ট লেখা পর্যন্ত এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছিল।