
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার নবাগত নির্বাহী অফিসার দিদারুল আলমের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা মিলনায়তনে এসভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঈশিতা আক্তার, উপজেলা জামায়াতের আমীর বাবুল আক্তার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক আমর বিন মারুফ জিতু, জামায়াতের সেক্রেটারী ইদ্রিস আলী, উপজেলা রিপোর্টাস ইউনিটের সভাপতি মখলেছুর রহমান লাড্ডু, প্রেসক্লাবের সভাপতি আব্দুস সামাদ, সিনিয়র সাংবাদিক মাহবুব মুর্শেদ শাহীন, ইত্তেফাক প্রতিনিধি শাহানুর আলম, ফলসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড. বজলুরর রহমান, কাপাশহাটীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফত দৌলা, ভায়না ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হুদা তুষার, জোড়াদহ ইউনিয়নের চেয়ারম্যান বাবু মিয়া, তাহেরহুদা ইউনিয়নের চেয়ারম্যান মুনজুর রাশেদ, দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান বসির উদ্দীন প্রমূখ। এসময় বক্তারা উপজেলার সমস্যা, বাল্যবিবাহ, মাদকের ভয়াবহতা, চুরি ডাকাতি ও আইন-শৃঙ্খলার অবনতি সম্পর্কে তুলে ধরেণ। এছাড়া উপজেলার কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিয়ে বক্তাগণ বক্তব্য রাখেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার উপজেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রন, মাদক ও বাল্যবিবাহ রোধসহ সকল উন্নয়ন কর্মকান্ডে সকলের সহযোগীতা কামনা করেণ।


