ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলার ঐতিহ্যবাহী সরকারি লালন শাহ কলেজে বাংলাদেশ ছাত্র শিবিরের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে সরকারি লালন শাহ কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির হরিণাকুণ্ডু উপজেলা শাখা ও কলেজ শাখার যৌথ আয়োজনে উৎসবমুখর পরিবেশে এই নবীন বরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর আলী আজম মো: আবু বকর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিনাকুন্ডু উপজেলা জামায়াতের আমীর মো: বাবুল হোসেন, ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি মো: ইউসুফ আলী, ঝিনাইদহ জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি মো: ওবাদুর রহমান খান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো: ইদ্রিস আলী, পৌর আমীর মো: শফি উদ্দীন, হরিনাকুণ্ডু থানা শাখার সভাপতি মো: রাশেদ খান, লালন শাহ কলেজের সভাপতি মো: আবু সাঈদ এবং পৌর সভাপতি মো: আকিমুল ইসলাম।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয় এবং দেশ গঠনে সুশিক্ষা, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানটি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এবং এতে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।