হরিণাকুন্ডুতে প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময়

মহামারী করোনার কারণে দীর্ঘ ১৮মাস বন্ধ থাকার পর আগামী ১২ সেপ্টেম্বর খুলছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। ইতোমধ্যে এসব প্রতিষ্ঠানগুলোকে পাঠদানের উপযোগী করে তুলতে দিনরাত পরিস্কার-পরিছন্নতাসহ চলছে নানান কর্মযজ্ঞ। পাশাপাশি করোনা সচেতনতায় সরকারের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে মাঠ প্রশাসন।

এদিকে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ও একাডেমিক কার্যক্রম চালুকরণ বিষয়ে বৃহস্পতিবার উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় করেছে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা দপ্তর।

প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বাধ্যতামূলক মাস্ক পরিধান, প্রতিষ্ঠানে হ্যান্ডস্যানিটাইজারের ব্যবহার, মা ও অভিভাবক সমাবেশ করে করোনা সচেতনতা সৃস্টি করা ও স্বাস্থ্যবিধি মেনে পাঠদানের বিষয় নিশ্চিত করতে সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ইউএনও সৈয়দা নাফিস সুলতানার সভাপতিত্বে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন। এ সময় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হকসহ বিভিন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বক্তব্য দেন।

মতবিনিময় শেষে উপজেলা পরিষদের পক্ষ থেকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মাঝে মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করা হয়।