হরিণাকুন্ডুতে রং তুলির আচড়ে মা দূর্গা প্রস্তুত

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে প্রতিমা নির্মাণ সহ রং তুলির কাজ ইতমধ্যে শেষ হয়েছে। বোধনের অপেক্ষায় প্রহর গুনছে মা দূর্গা, আগামীকাল বৃহস্পতিবার ২৯টি পূজা মন্দিরে মা দূর্গা পিড়িতে উঠবে বলে জানা গেছে। সনাতন ধর্মাবলম্বীদের মহোৎসব শারদীয় দূর্গা পূজা বিগত দিনের ন্যায় এবারও স্বাস্থ্যবিধি মেনে আনন্দঘন পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে ইতমধ্যেই সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাধুখাসহ উপজেলার বিভিন্ন মন্দির ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ জানিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা , থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রহিম মোল্লা জানান মন্দিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করা হয়েছে। বরাবরের মতো এবার প্রতি মণ্ডপে নিয়মিত অনসার ডিউটি না রাখলেও গ্রাম পুলিশসহ প্রতি মণ্ডপে দশ জন স্বেচ্ছাসেবক প্রশাসনের নির্দেশ অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষার্থে নিয়জিত থাকবে। এছাড়া সাত সদস্যের অস্ত্রধারী ভ্রাম্যমান আনসার সদস্যরা দশটি মন্দিরে পালাক্রমে দায়িত্ব পালন করবে। তাছাড়া উপজেলার ২৯ টি পূজা মণ্ডপে আহারের জন্য প্রতি মন্দিরে পাঁচ শত কেজি চাল বরাদ্দ দিয়েছে বলেও জানান উপজেলা প্রশাসন।