হাত পরিস্কার থাকলে শরীর সুস্থ থাকবে হাত ধোয়া দিবসে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার

আমাদের হাতেই আমাদের ভবিষ্যৎ এই স্লোগান কে সামনে রেখে চুয়াডাঙ্গায় যথাযথভাবে পালিত হয়েছে হাত ধোয়া দিবস।
রবিবার বেলা বারোটার সময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে হাত ধোয়া দিবস পালন করা হয়। চুয়াডাঙ্গায় হাত ধোয়া দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম সরকার। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলে, হাত পরিস্কার থাকলে শরীর সুস্থ থাকবে । পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আজকে হাত ধোয়ার মাধ্যমে শিশুরা এ গুণটি রপ্ত করে কলেরা, ডায়রিয়াসহ নানাবিধ রোগ থেকে মুক্ত হয়ে সুস্থ জীবন লাভ করবে।গবেষণায় দেখা গেছে, সাবান দিয়ে হাত ধোয়া কম খরচে উন্নতমানের একটি স্বাস্থ্যাভাস। এতে ডায়রিয়াজনিত রোগের সংক্রমণ ৪০ শতাংশের বেশি এবং অন্যান্য জীবাণুর আক্রমণ প্রায় ৫০ শতাংশ হ্রাস পায়।

হাত ধোয়া দিবস অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)সাজিয়া আফরিন,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুর রহমান সহ বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।