
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে দর্শনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর আড়াইটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে দর্শনা রেলবাজার মুক্তমঞ্চের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে দর্শনা প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড চৌরাস্তার মোড়ে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক (চুয়াডাঙ্গা জেলা) আবিদ হাসান রিফাত, সাবেক যুগ্ম সদস্য সচিব তন্ময় হাসান, তৌহিদ, সাবেক আহ্বায়ক (দামুড়হুদা উপজেলা) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আজহারুল ইসলাম সোহান, সাবেক আহ্বায়ক (দামুড়হুদা উপজেলা) সোহেল পারভেজ, জীবননগর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ও জেলা এসসিপির সদস্য জুবায়ের হোসেন, শান্ত, অনিক, রাতুল, রাকিব, চিকু, তুহিন, রাজুসহ আরও অনেকে।
এ সময় বিক্ষোভকারীরা বলেন, হামলাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেওয়া হচ্ছে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
বক্তারা বলেন, ওসমান হাদীকে হত্যার উদ্দেশ্যেই তাকে টার্গেট করে গুলি করা হয়েছে। জুলাই আন্দোলনের অন্যতম শক্তি ওসমান হাদীর ওপর এই হামলা সন্ত্রাসীদের সুপরিকল্পিত কাজ।
তারা আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর ওপর হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। অন্যথায় জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না, আবারও মাঠে নামবে। প্রয়োজনে আরও একটি গণঅভ্যুত্থান ঘটবে।
বিক্ষোভকারীরা অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


