হারিয়ে গেছে

নিমেষে হারিয়ে গেল সময়
বদলে গেল বাধাহীন হৃদয়,
হারিয়ে গেছে শৈশব-স্মৃতি
মুছে গেছে কৈশোর-প্রীতি।

হারিয়েছে কত শত চেনা মুখ
হারিয়ে গেল মনের সুখ,
হারিয়ে গেছে এককুঁড়ি বসন্ত
শুকিয়েছে কত ফুল ফুটন্ত।

হারিয়েছে অনেকপ্রিয় বন্ধুটি
ভুলে গেছি সব খুঁনশুটি,
হারিয়ে গেছে নির্মল বায়ু
কমে গেছে বাঁচার আয়ু।

হারিয়ে গেছে লাজ-লজ্জা
সর্বত্রই দেখি পথ সজ্জা,
আজ হারিয়ে গেছে সত্য
মিথ্যায় বন্দি সকল তথ্য।

হারিয়ে গেছে সভ্য সভ্যতা
বিলিন হলো মানবের মানবতা,
হারিয়ে গেছে জ্ঞানীর সবগুন
ফুরিয়েছে কবি আত্নার ফাগুন।

আজ হারিয়েছে হাসি-আনন্দ
হারিয়ে গেছে রাজনীতির ছন্দ,
হারিয়েছে ডাক্তার বাবুর সততা
সর্বত্রই এখন অসত্য অস্থিরতা।