হারের ম্যাচেও মন কাড়লেন জাকের

হারের ম্যাচেও মন কাড়লেন জাকের

গেল বছরের ৪ অক্টোবর চীনের হাংজুতে লাল-সবুজের জার্সিতে অভিষেক হয়েছিল জাকের আলি অনিকের। এশিয়ান গেমসে মালেয়েশিয়ার বিপক্ষে টি-টোয়েন্টির সেই ম্যাচে ১৪ বলে ১৪ করেছিলেন।

এর পরে সেই টুর্নামেন্টে আরও দুটি ম্যাচ খেলেছিলেন তিনি। এবার জাতীয় দলের জার্সিতে নেমে চমক দেখালেন ডানহাতি এই ব্যাটসম্যান। বলা চলে, মূল দলের হয়ে এটিই জাকেরের অভিষেক ম্যাচ।

আর সেই ম্যাচেই এক মাইলফলক গড়েছেন তিনি। ২০০৭ সালে জাতীয় দলের হয়ে অভিষেক ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭১ রান করেছিলেন জুনায়েদ সিদ্দিকী। প্রায় ১৭ বছর পরে সেই রেকর্ডের কাছে গিয়েও ফিরেছেন তিনি।

দলের গুরুত্বপূর্ণ সময়ে ৩৪ বলে ৬৮ রান করে ফেরেন তিনি। যেখান স্ট্রাইক রেট ছিল ২০০। আর ছয় নম্বরে নেমে ১ চারের সঙ্গে ৬টি ছক্কায় স্রেফ ২৫ বলে পঞ্চাশ পূর্ণ করেন ২৬ বছর বয়সী এই ব্যাটসম্যান।

এই সংস্করণে বাংলাদেশের হয়ে এক ইনিংসে এটিই সর্বোচ্চ ছক্কার রেকর্ড। তবে তার এই রান শেষ পর্যন্ত কাজে লাগেনি বাংলাদেশের। জয়ের খুব কাছে গিয়েও মাত্র ৩ রানে হারতে হয়েছে টাইগার বাহিনীকে। এ দিকে নাজমুল হোসেন শান্তরা হারলেও জাকেরের ব্যাটিং মন কেড়েছে ভক্তদের।

সূত্র: ইত্তেফাক