আমন ধানে পিঠার আমেজ হেমন্তকাল এলে , ঘাসের পরে শিশির ঝরে , গোলাপ পাপড়ি মেলে ।
নদীর জলে কলমি নাচে , পদ্ম ফুটে ঝিলে । নীলচে আকাশ কুজঝ¦টিকাই রোজ ভোরে খায় গিলে ।
পিক পাপিয়া যায় ডেকে তার মন মাতানো সুরে , পুবেল হতে হাল্কা বেগে বয় হাওয়া ফুরফুরে ।