হেমন্তের শেষে -হাসিনা হারভীয়া

হেমন্তের শেষে শিশির ভেজা ভোরে
রাঙা মাটির পথটা আমি ধরে..
যদি পেতাম দেখা তোমার ওই মুখটা
দুর আকাশ থেকে এসে ধরা দিতো সুখটা
ভরে যেতো খুশিতে আমার বুকটা..

আমি কোথায় গেলে পাবো তারে
খুঁজে ফিরি আমি যারে..
আমি কুয়াশা চাঁদরে হিমেল অবয়বে
নিরুত্তর নিরব অভিমানী..
আমি দুরে গেলে ও আমায় খুজবে না কেউ
সেটা ও যে আমি জানি..

আমি সব সীমান্ত পেরিয়ে সব কিছু হারিয়ে
আবারো তোমার কাছে ফিরে আসতে পারি..
আমি তোমার চোখের ওই দৃষ্টিতে
বার বার মরে যেতে পারি এই সৃষ্টিতে..

হারিয়ে যাও যদি তুমি হাজার লোকের ভীড়ে
আমি খঁজে ফিরে রাখবো তোমায় আমার
হৃদয় নীড়ে..

দেবো না তোমায় কভু হারাতে রাখবো
তোমায় খুব যতনে.. আমার মনের ঘরে
তোমায় শুধু ধরে..
রাঙা মাটির পথটি ধরে যাবো মোরা
অনেক দুরে..