কৃষকের মুখে সরল হাসি ক্ষেতভরা দেখে ধান, ঝাঁকে-ঝাঁকে পাখি আসে মিষ্টি সুরে গায় গান।
পাকা ধানের মৌ-মৌ গন্ধে হেমন্ত আসে গাঁয়, সোনালী শোভায় দুলে মন পালতোলা নৌকায়।
ঘরে-ঘরে খুশির জোয়ার নবান্নের পরে ধুম, কর্মব্যস্ত থাকা গৃহিণীর পালিয়ে যায় ঘুম।