১৭ জনকে নিয়োগ দেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের শূন্য পদগুলোয় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় তিনটি পদে মোট ১৭ জনকে নিয়োগ দেবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

পদের নাম

সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী ও অফিস সহায়ক।

পদসংখ্যা

মোট ১৭ জনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনো ন্যূনতম মাধ্যমিক বা সমমান পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য প্রার্থীর কম্পিউটার চালনায় দক্ষতা প্রয়োজন। বয়স ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।

বেতন-স্কেল

সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী পদে ১১,০০০-২৬৫৯০,

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৯৩০০-২২৪৯০ টাকা এবং

অফিস সহায়ক পদে ৮২৫০-২০০১০ টাকা।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের অনলাইনের (http://mocat.teletalk.com.bd) মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের সময়সীমা

অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে ২৪ নভেম্বর, ২০১৯ সকাল ১০টায় এবং শেষ হবে আগামী ১৫ ডিসেম্বর, ২০১৯ বিকেল ৫টায়।

সূত্র : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ওয়েবসাইট।