
লা লিগার নতুন মৌসুমে শুভ সূচনা করেছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে মৌসুমের প্রথম ম্যাচে ওসাসুনাকে ১-০ গোলে হারিয়েছে তারা। একমাত্র গোলটি করেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।
প্রথমার্ধে বেশ কিছু সুযোগ তৈরি করলেও জালের দেখা পাচ্ছিল না রিয়াল।
তবে বিরতির ছয় মিনিট পর হুয়ান ক্রুজের ফাউলে পাওয়া পেনাল্টি থেকে গোল করেন এমবাপ্পে। বাকি সময়ে বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি স্বাগতিকরা।
ওসাসুনা শেষ সময়ে ১০ জনে খেলতে বাধ্য হয়। যোগ করা সময়ে আবেল ব্রেটোনেস লাল কার্ড দেখেন বল ছাড়া ফাউলের জন্য।
যদিও বাকি সময়ে সমতায় ফেরার মতো সুযোগ এসেছিল তাদের কাছে, কিন্তু আন্তে বুদিমির ছয় গজ বক্স থেকে হেড করে লক্ষ্যভ্রষ্ট করেন।
এ জয়ের ফলে ২০০৮ সালের পর থেকে লা লিগার উদ্বোধনী ম্যাচে অপরাজিত থাকার ধারাবাহিকতা বজায় রাখল রিয়াল মাদ্রিদ।
ম্যাচ শেষে এমবাপ্পে বলেন, ‘মৌসুমটা জয় দিয়ে শুরু করা গুরুত্বপূর্ণ ছিল। ওসাসুনা আমাদের জন্য কঠিন করে তুলেছিল।
তবে শেষ পর্যন্ত জয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
রিয়াল কোচ জাবি আলোনসোর জন্যও এটি ছিল স্মরণীয় দিন। লা লিগার প্রথম ম্যাচেই জয় দিয়ে কোচিং অভিষেক করলেন তিনি। চোটের কারণে জুড বেলিংহাম, কামাভিঙ্গা, মেন্ডি ও এন্দ্রিককে ছাড়াই নামতে হয় তাকে। নিষেধাজ্ঞার কারণে ছিলেন না রুডিগারও।
তবু তিন নতুন সাইনিংকে নিয়ে সাজানো দলে জয় তুলে নিতে পেরেছেন আলোনসো।
আলোনসো ম্যাচশেষে বলেন, ‘কোচ হিসেবে এখানে ফিরে আসা বিশেষ কিছু। আশা করি, এটা হবে আরো অনেক সাফল্যের শুরু।’
বার্সেলোনা তাদের প্রথম ম্যাচে মায়োর্কাকে ৩-০ গোলে হারানোর পর রিয়ালের জন্যও জয় পাওয়া ছিল জরুরি। এমবাপ্পের একমাত্র গোলই এনে দিল কাঙ্ক্ষিত তিন পয়েন্ট।
সূত্র: কালের কন্ঠ।