২৩ আগস্ট শুরু অনূর্ধ্ব-১৯ দলের স্কিল ক্যাম্প

দীর্ঘদিন পর ফের শুরু হচ্ছে ক্রিকেটার অনুশীলন। আগামী ২৩ আগস্ট বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) ক্যাম্প শুরু হয়ে চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। তার আগে ১৫-১৯ আগস্ট ক্রিকেটাররা করোনা পরীক্ষা দেয়ার পর ফিটনেস অনুশীলন পর্বে অংশ নেবেন।

চার সপ্তাহের আবাসিক স্কিল ক্যাম্পে অংশ নেবেন অনূর্ধ্ব-১৯ প্রাথমিক দলের ৪৫ জন ক্রিকেটার। ক্যাম্পে থাকার সময় যুবারা আটটি প্রস্তুতি ম্যাচ খেলবেন।

ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন- মুশফিক হাসান, আরিফ আহমেদ, আহসান হাবিব, অনিক সাকি, অনিক সরকার, সোহাগ আলী, মিজবাহ আহমেদ, আবদুল্লাহ আল মামুন (রংপুর), ফাহিম হাবিব মোরশেদ, ইমন আলী, গোলাম কিবরিয়া, মেহরাব হোসেন (রাজশাহী), বায়েজিদ মিয়া (রোমান)। শাহরিয়ার আলম মাহিন, মো. আশরাফুল হাসান, ফারদিন খান, মো. জিল্লুর রহমান, মইনুল হাসান (চট্টগ্রাম), মুস্তাকিম মিয়া, হৃদয় দেব (সিলেট), আশিকুর রহমান আশিক, হাবিবুর রহমান মুন্না, সিয়াম আল সাকিব (খুলনা), হাসিব হাওলাদার, ইফতেখার হোসেন ইফতি (বরিশাল)।

মহিউদ্দিন তারেক, আশরাফুল ইসলাম সিয়াম, মফিজুল ইসলাম, প্রান্তিক নওরোজ নাবিল, আবু বক্কর আহমেদ, জাকারিয়া ইসলাম শান্ত, আরাফাত ইসলাম, রিহাদ খান, সাকিব শাহরিয়ার, শাওন কাজী সুমন, শাহরিয়ার সাকিব (বিকেএসপি), হাবিবুর রহমান, নাঈমুর রহমান, মাহফুজুর রহমান, আইচ মোল্লা, সাগর আহমেদ, মাকসুদুর রহমান, লিমন হোসেন (ঢাকা মেট্রো) এবং সানজিদুর রহমান (ঢাকা দক্ষিণ) ও খালেদ হাসান (ঢাকা উত্তর)।  সূত্র- যুগান্তর