২৫ তারিখে পজিটিভ, ২৭ এ নেগেটিভ!

২৩ আগস্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে করোনা উপসর্গে নমুনা দেওয়ার পর ২৫ তারিখে কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে রিপোর্ট আসে পজিটিভ। এর একদিন পর ২৭ আগস্ট জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট রিপোর্ট আসে নেগেটিভ।

এরকম একটি ঘটনা ঘটেছে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের ব্যবসায়ী আবুল কাশেমের। তাঁর বয়স আনুমানিক ৬৫ বছর। তিনি দির্ঘদিন ধরে হার্টের রোগে ভুগছেন। করোনা পজিটিভ শোনার পর তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।

আবুল কাশেমের ছেলে তারিকুল ইসলাম জানান, একজন বয়স্ক হৃদরোগ আক্রান্ত মানুষের এমন রিপোর্ট আসলে তিনি মানসিক ভাবে আরো বেশি অসুস্থ হয়ে পড়েন। একদিনের ব্যবধানে দুটি স্থানে দুরকম রিপোর্ট অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে। করোনার এই মহামারিতে যেটা কখনোই কাম্য নয়।

তিনি জানান, তার বাবা শারিরিক অসুস্থতার জন্য গত ২২ আগস্ট মেহেরপুর সদর হাসপাতালে ভর্তি হন। ২৩ আগস্ট সকালে মেহেরপুর জেনারেল হাসপাতালে নমুনা দেওয়া হয়। পরদিন ২৪ তারিখে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিউটে নেওয়া হয়। সেখানে ২৫ তারিখ সকালে পুনরায় নমুনা দেওয়া হয়। সেখান থেকে আজ ২৭ আগস্ট সকালে নেগেটিভ রিপোর্ট আসে।